ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে ব্যাট হাতে ঝড় তুলেছিলে আফগানরা। বল হাতেও সেইরকম আভাস দিয়েছিলেন নবী-রশিদ। কিন্তু জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের দৃড়তায় কষ্ট করেই জিততে হয়েছে আফগানিস্তানকে। প্রায় দুইশ রানের টার্গেট দিয়েও মাত্র ২৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়েন রশিদরা। জিম্বাবুয়ে বোলারদের নাকানি-চুবানি খাইয়ে নবী-জাদরানরা মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ভাসান ছক্কা বৃষ্টিতে। টস হেরে আগে ব্যাট করে ১৯৭ রানের বিশাল সংগ্রহ করেন আফগানরা। আফগানদের হয়ে সর্বোচ্চ রান করেন নাজিবুল্লাহ জাদরান। মাত্র ৩০ বলে ৬৯ রান করেন তিনি। যার মধ্যে…
This post was created with our nice and easy submission form. Create your post!
Comments
0 comments